আমার ব্লগে আমার লিখা প্রথম এলগরিদম । জ্ঞান বিতরণ করতে বা ফাপর লইতে লিখি না। লিখা খারাপ লাগলে পরবেন না, তাও দয়া করে বাজে কিছু বলবেন না , আমি লিখছি নিজে অনুপ্রাণিত হতে, তাতে কারো উপকারে আসলে খুশি হব :)
প্রথমে আসি ডিভাইড এন্ড কনকয়ার কি জিনিস, খায় না মাথায় দেয়, নাকি পড়ে !
প্রথম অংশটুকু হল "Divide", যা মানে ভাগ করা, বুঝাই যাচ্ছে কোন সমস্যা কে প্রথমে ছোট ছোট সাব প্রোগ্রামে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত সেগুলো সহজে সমাধান করা যায় । এবার ইন্ডিভিজুয়ালি সবগুলো সাবপ্রব্লেমকে সমাধান করতে হবে।
সব শেষে কাজ হল "Conquer" . মানে সবগুলো পারসিয়াল সমাধান থেকে অরিজিনাল প্রবলেম এর সমাধান বের করা ! ( কত বাংলিশ কয় রে !! )
- এবার আসি কেন আমরা এই প্রসেস ফলো করবো ? উত্তরটা খুবই সহজ, এই প্রসেস ফলো করতেই হবে এম্ন কোন কথা নেই, কিন্তু এই প্রসেস এর প্রধান সুবিধা হচ্ছে বড় বড় সমস্যা গুলোকে ছোট ছোট সাবপ্রব্লেম এ ভাগ করে সহজে রিকারসিভ্লি সমাধান করা যায় । তাহলে মাথায় আসছে রিকারসন কি ? আজ রিকারসন নিয়ে লিখতে ভালো লাগছে না, যাদের কোন ধারণাই নেই, তারা এই পেজে ঘুরে দেখতে পারেন, রিকারসন ।
- মুল সমস্যাটাকে ছোট ছোট সাব প্রবলেম এ ভাগ করে ফেলে ।
- রিকারসিভ্লি সাবপ্রব্লেম গুলোকে সমাধান করে ।
- এই সমাধানগুলোকে কম্বাইন করে মূল সমস্যার ১টি সমাধান বের করে ।
বাইনারী সার্চ
প্রথমে দেখব বাইনারী সার্চ এর সাধারণ সমাধান ।
এই এল্গরিদমটি শুধু সর্টেট ডাটা এর উপর ই এপ্লাই করা যায় ।
ধরি ১টি সর্টেড অ্যারে a[] = {12, 23, 25, 37, 45, 57, 61, 77, 89, 117, 125, 131};
এই এল্গরিদমটি শুধু সর্টেট ডাটা এর উপর ই এপ্লাই করা যায় ।
ধরি ১টি সর্টেড অ্যারে a[] = {12, 23, 25, 37, 45, 57, 61, 77, 89, 117, 125, 131};
12 23 25 37 45 57 61 77 89 117 125 131
এখন আমরা এর সর্বনিম্ন সর্বচ্চ এবং মধ্যম সংখ্যাটিকে নিবো, এ ক্ষেত্রে L ,M, H যথাক্রমে সর্বনিম্ন, মধ্যম এবং সর্বচ্চ সংখ্যার ইনডেক্স ধারণ করবে , এক্ষেত্রে
L =1 A[ L] = 12,
M = (1+12)/2 = 6 A[ M] = 57,
H = 12 A[H] = 131
ধরলাম ইউজার ১২৫ কে খুঁজে বের করতে চায়, সে এখন ১২৫ কে M এর সাথে তুলনা করবে,
১২৫ কি ৫৭ এর চেয়ে বড় না ছোট ,ঊঃ ছোট ।
তাহলে যেহেতু এটি ১টি সর্টেড ডাটা, কাজেই ৫৭ এর আগে কখনই ১২৫ কে পাওয়া যাবে না, তাইলে এখন সর্বনিম্ন ইন্বেডেক্স ৫৭ এর পরের ইনডেক্স , অর্থাৎ L = M+1;
H আগের পজিশন এ থাকবে , আর M এর নতুন অবস্থান হবে (L + H) / 2;
12 23 25 37 45 57 61 77 89 117 125 131
এক্ষেত্রে L = 7, A[L] = 61
H =12, A[H] = 131
M = (7+12) /2 = 9; A[M]=89
এখন আবার ও ১২৫ কে A[M] এর সাথে তুলনা করবো। যেহেতু ১২৫ হচ্ছে ৮৯ এর চেয়ে বড় , এবং এটি ১টি সর্টেড ডাটা, কাজেই ৮৯ এর আগে আর ১২৫ কে পাওয়া যাবে না, তাই এর আগে আর খোজার দরকার নাই, তাই এখন
12 23 25 37 45 57 61 77 89 117 125 131
L = M+1 = 9+1 = 10 A[L] = 117
H = 12 A[H] = 131
M = (L+H)/2 = (10+12)/2 = 11 A[11] = 125
এখন ১২৫ ঠিক A[M] এ পাওয়া গিয়েছে ,
সুতরাং ১২৫ আমাদের এই ডাটা এর মধ্যে পাওয়া গেছে, এবং তা M নাম্বার ইনডেক্স এ আছে ।
এখন যদি এম্ন হত যে আমরা যে ডাটা খুজছি তা মাঝের সংখ্যা এর চেয়ে ছোট, তখন কি করা যেত?
১২ ২৭ ৩৫ ৪২ ৬২ ৬৭ ৭৩
এখন যদি আমরা ২৭ কে খুজি তখন?
আমাদের M এখন ৪২ এর উপরযা ২৭ এর চেয়ে বড়, কাজেই এক্ষেত্রে ৪২ এর পরে কখনই ২৭ কে পাওয়া যাবে না,
তাই H = M-1 = 4-1 = 3 নিতে হবে এবং M বের করতে হবে, এভাবেই পুরো প্রক্রিয়া চলতে থাকবে :)
কোড
#include<iostream>
using namespace std;
int main(){
int val, l=1, h=12, m;
int a[] = {12, 23, 25, 37, 45, 57, 61, 77, 89, 117, 125, 131};
bool ans = false;
m = (l+h)/2;
cout<<"\nEnter the Number u wanna search :";
cin>>val;
while(l<=h){
m = (l+h)/2;
if(a[m] == val){
ans = true;
break;
}
else if(val>a[m])
l = m+1;
else if(val<a[m])
h = m-1;
}
if(ans == true)
cout<<val<<" found in "<<m+1<<" position";
else
cout<<"Not Found ";
return 0;
return 0;
}
ভালই লিখছিস, চালিয়ে যা :)
ReplyDeletethanks :)
Deleteখারাপ না
ReplyDeletevlo,lakce.thanks,vai
ReplyDeletekisu problem er link deben
http://uva.onlinejudge.org/index.php?option=com_onlinejudge&Itemid=8
Deleteলেখাটি পড়ে অনেক ভালো লাগলো । বাংলায় এরকম টিউটোরিয়াল অনেক দরকার ।
ReplyDelete১। মুল সমস্যাটাকে ছোট ছোট সাব প্রবলেম এ ভাগ করে ফেলে ।
২। রিকারসিভ্লি সাবপ্রব্লেম গুলোকে সমাধান করে ।
৩। এই সমাধানগুলোকে কম্বাইন করে মূল সমস্যার ১টি সমাধান বের করে ।
বাইনারি সার্চের জন্য ৩ নং দরকার হয় না । উদাহরনে ২ নং এর উপস্থিতি থাকলে বুঝতে আরো সুবিধা হইত বলে মনে করি । জানি রিকার্সন ব্যাবহার করলে পাঠকের বুঝতে অসুবিধা হবে কিন্তু Divide And Conquer Algorithm বুঝতে গেলে রিকার্সন বুঝা খুব গুরুত্বপূর্ণ । তাই প্রথম থেকে রিকার্সন এর ব্যাবহার পাঠককে অভ্যস্ত করে তুলবে বলে আমি মনে করি । আমি আপনার লেখার সমালোচনা করছি না । আপনার লেখার মাধ্যমে আপনি শুধু Divide And Conquer Algorithm ই না বাইনারি সার্চ ও ভালো বুঝিয়েছেন (এক ঢিলে দুই পাখি )। আসা করি নিয়মিত লেখা পাব ... পরের পোস্ট এর অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ ।
আপনাকে অনেক ধন্যবাদ। হ্যা, আমি উপরেই রিকারসন এর উপর ১টি লিঙ্ক দিয়েছি। হঠাত করে ফাংশন কল করতে দেখলে অনেকেই বুঝবে না বলে মনে হয়েছে,তাই কোডটিকে যতটা সম্ভব দহজ করতে চেয়েছি। তবে এর পরের যখন কুইক ও মার্জ সর্ট নিয়ে আলোচনা করবো তখন আগে রিকার্সন আলোচনা করে নিবো, এবং সেভাবে দেখাতে চেষ্টা করবো। সমালোচনা করুন, আমি নিজেও ১জন ছাত্র, আমিও শিখতে চাই, লিখা ভালো করতে চাই। আশা করি গ্রাফ এর উপর আমার লিখাগুলো পরবেন । অনেক ধন্যবাদ :)
Deleteসব মাথার উপর দিয়া গেলো ভাই। :( দয়া করিয়া বিগিনারদের জন্য কিছু লিখিবেন।
ReplyDeletekeep it up..😇
ReplyDelete